চুয়াডাঙ্গায় ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই পরিবারের ৬জন আহত : রেফার্ড ২

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাবার বাড়ি থেকে শশুর বাড়ি ফেরার পথে ইজিবাইকের পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই পরিবারের ৬জন আহত হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের গোকুলখালি গোপিনগরের দুলাল মিয়ার স্ত্রী সোনা ভানু (২৫) তার দুই বছর বয়সি শিশুপুত্র সাদেকুল, মেহেরপুরের বাড়াদি বড়শিবাড়ি গ্রামের মেহেদি হাসানের স্ত্রী হিরা বেগম (৩৮) তার দেড় বছর বয়সি শিশুপুত্র রেহান এবং হিরা বেগমের ছোট বোন মেহেরপুর শিংহাটির বাদশা মিয়ার স্ত্রী ঝরা খাতুন (২৬) তার পাঁচ বছর বয়সি শিশুকন্যা শুভ তারা। গতকাল বিকেলে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সোনা ভানু ও তার শিশুপুত্র সাদেকুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে গোকুলখালির সোনাভানু তার ছেলে সাদেকুলকে সাথে নিয়ে বাবার বাড়ি মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে এবং হিরা বেগম তার ছেলে রোহান, বোন ঝরা খাতুন, তার মেয়ে শুভতারাকে সাথে নিয়ে বাবার বাড়ি একই ইউনিয়নের সরিষাডাঙ্গা থেকে পিটিআই মোড়ে যায়। সেখান থেকে ৬জন একসাথে একই ইজিবাইকযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠ অতিক্রমকালে পেছন দিক থেকে একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের ৬জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে সোনাভানু ও তার ছেলে সাদেকুলের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।