নতুন ও প্রাক্তনদের সরব অংশগ্রহণে মিলন মেলায় পরিণত
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ৫০বছর পূর্তি উৎসব উদযাপনের প্রথম দিনে একদিকে যেমন বিদ্যালয় প্রাঙ্গণসহ ডিঙ্গেদহ বাজারের রাস্তা-ঘাট সকল প্রতিষ্ঠান বর্ণিল সাজে সজ্জিত হয়েছে তেমনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ও নতুন ছাত্র-ছাত্রীদের সরব অংশগ্রহণ এক মিলন মেলায় পরিণত হয়েছে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ প্রাঙ্গণ। সকাল ১০টায় ২দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং ৫০টি ব্যাচের পতাকা উত্তোলন করেন প্রাক্তন ছাত্ররা, বিদ্যাপীঠের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমান, উদযাপন কমিটির পতাকা উত্তোলন করেন উদযাপন কমিটির আহ্বায়ক শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান। এরপর নতুন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির সদস্য বেগমপুর ইউপি সচিব আশাবুল হক মাসুদ ও আব্দুল গাফফার আল মামুন বিদ্যুতের উপস্থাপনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মালিক, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলি হোসেন, উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ মিলন সংঘ, মিলন অপেরা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, এসএমসি’র সদস্য, শিক্ষক ম-লী, প্রাক্তন ও নতুন ছাত্র-ছাত্রীবৃন্দ।