গণতন্ত্র হত্যা দিবসে মেহেরপুরে নির্বিঘ্নে কর্মসূচি হলেও চুয়াডাঙ্গায় বাধা
স্টাফ রিপোর্টার: ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশব্যাপি কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। মেহেরপুর নির্বিঘেœ পালন করতে পারলেও চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি নেতৃবৃন্দ। পরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবশে বক্তারা বলেন, ৫ জানুয়ারি ইতিহাসে এক কলঙ্কময় দিন। ২০১৪ সালে এ দিনে স্বৈরাচারী আওয়ামী সরকার ভোটারবিহীন একটি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো। বক্তারা আরও বলেন, যে নির্বাচনে ১৫৪ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত ঘোষণা পৃথিবীর ইতিহাসে বিরল। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন সংস্য নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গায় গতকাল সকাল ১১টায় গণতন্ত্র হত্যা দিবসে কালো পতাকা মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। পরে বিএনপি কার্যালয়ে প্রতিবাদসভার আয়োজন করা হয়। সভাপত্বিত করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, আরিফুজ্জামান পিন্টু, মামুন রেজা সবুজ, বিএনপির নেতা আলমগীর হোসেন, আহসান হাবীব মুক্তি প্রমুখ।
অপরদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টায় কালো পতাকা হাতে সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, হাজি রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা আইনজীবী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, শাহজাহান খান, সদর উপজেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপি দিনটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কালো পতাকাবাহী বিক্ষোভ মিছিলটি নতুন দরবেশপুর বাজার থেকে বের হয়ে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সামছুল আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লস্কর আলী, সাংগঠনিক সম্পাদক শাহান আলী, আমঝুপি ইউনিয়ন বিএনপি নেতা সাব্দার আলী, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা জিহাদুল ইসলাম ও ইমদাদুল হক, ছাত্রদল নেতা রাজন আহমেদ, পিরোজপুর ইউপির ওয়ার্ড সদস্য জয়নাল প্রমুখ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।