স্টাফ রিপোর্টার: অনূর্ধ-১৪ চুয়াডাঙ্গা জেলা দল ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খুলনা বিভাগীয় টুর্নামেন্টে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল শুক্রবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাগেরহাট জেলা দলকে ৭ উইকেটে হারিয়ে চুয়াডাঙ্গা জেলা দল সেমিফাইনাল নিশ্চিত করে। আগামীকাল রোববার প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলাদল খুলনা জেলা দলের মুখোমুখি হবে। ভালো খেলে খুলনা জেলা দলের বিরুদ্ধে জয়ের জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দেয়া কামনা করেছেন জেলা দলের প্রধান কোচ আব্দুস সালাম ও সহকারী কোচ কাম ম্যানেজার ইসলাম রকিব।