৫ জানুয়ারি ঢাকায় কর্মসূচি নেই বিএনপির

স্টাফ রিপোর্টার: দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন সমাবেশ করতে চাইলেও অনুমতি না পাওয়ায় ঢাকায় কোনো কর্মসূচি রাখছে না বিএনপি। তবে ঢাকার বাইরে মহানগর, জেলা ও উপজেলা সদরে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কালো পতাকা মিছিল হবে বলে গতকাল বৃহস্পতিবার দলটির একাধিক নেতা জানিয়েছেন। নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এবার ৫ জানুয়ারি আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু অন্য একটি দলকে অনুমতি দেয়ার কথা শুনে বিএনপিকে নিরাশ হতে হয়। এরপর বিকল্প হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে পুলিশের অনুমতি চায় তারা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে দেখা করতে যান। সেখান থেকে বেরিয়ে এ্যানি সাংবাদিকদের বলেন, ‘ডিএমপি জনসভা করার অনুমতি দেয়নি। আমাদেরকে তারা অনুরোধ জানিয়েছে আজ শুক্রবার সমাবেশ না করার।’ এ পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত জানাতে আজ শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২০১৭ সালের ৫ জানুয়ারিও একই ধরনের অবস্থা তৈরি হলে বিএনপি ঢাকাকে বাদ রেখে সারাদেশে কর্মসূচি পালন করে। গতবারের মতো এবারও রাজধানী বাদে অন্যান্য স্থানে কালো পতাকা মিছিল হবে বলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন।