মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে তরিকুল ইসলাম তারেক (৩০) নামে এক গ্রাম্য ডাক্তারকে ধর্ষণের দায়ে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের এক গৃহবধুকে চিকিৎসার অযুহাতে গত মঙ্গলবার দিবাগত রাতে জোরপূর্বক ধর্ষণ করে। তারেক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। ভিকটিম বাদী হয়ে গত বুধবার বিকেলে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মহেশপুর থানা অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, গত বুধবার বিকেলে অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে এবং রাতেই অভিযান চালিয়ে ধর্ষক তারেককে আটক করা হয়েছে।