দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মাটি ভর্তি ট্রাক্টরের বেপরোয়া গতি : প্রতিরোধের দাবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা জনবহুল এলাকায় বাজারের রয়েছে কলেজ, স্কুল মাদরাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান। প্রতিদিন রাস্তা দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। বর্তমানে সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করতে থাকে। কিছু আনাড়ি ট্রাক্টরচালক মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে বাজারের মধ্যদিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব চালকদের প্রতিরোধ না করতে পারলে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটতে থাকলেও দেখার কেউ নেই। বিষয়টি প্রতিরোধে স্থানীয় পুলিশ প্রশাসনসহ দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার রফিকুল হাসান ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।

Leave a comment