সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বহালগাছির পশ্চিমপাড়ায় রাস্তা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। রাস্তাটি ৫০বছর ধরে গ্রামবাসী সরকারি রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে।
গত শনিবার গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামত করতে গেলে বহালগাছি গ্রামের মৃত তুফন ম-লের ছেলে আবুল হোসেন, মৃত জহির উদ্দিনের ছেলে ইউসুফ আলী, ইউসুফ আলীর ছেলে মুনছুর ও মুনতাজ, আবুল হোসেনের ছেলে সাইদুর রহমান, মোস্তফার ছেলে রাহেন মিয়া তাদের নিজ জমি দাবি করে গ্রামবাসীকে চলাচলের বাধা প্রদান করেন। এরি প্রেক্ষিতে তার অনুলিপি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যানের নিকট দেয়া হয়। উল্লেখ্য চুয়াডাঙ্গা ৭৫নং বহালগাছি মৌজার আরএস ৩৪১ খতিয়ানে সাবেক ৬২২ হাল ৫৮৪ দাগে সরকারি রাস্তা হিসেবে উল্লেখ্য আছে বলে গ্রামবাসী জানিয়েছে।