সাকিবকে ছেড়ে দিলো কোলকাতা নাইট রাইডার্স

মাথাভাঙ্গা মনিটর: কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে সাকিব আল হাসানের বন্ধনটা শুরু হয় ২০১১ সালে। প্রায় সাত বছর ধরে চলা এ বাঁধনটা শেষ পর্যন্ত আলগা হয়ে যাচ্ছে। কোলকাতা ছেড়ে দিচ্ছে সাকিবকে। সাত বছর পর সাকিবকে আবার যেতে হচ্ছে নিলামের হাতুড়ির নিচে। ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম কাল বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। যাদের মধ্যে আছে সাকিবের নামও। প্রতিবছরই আইপিএলের নিলামে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের নাম উঠতে দেখা যায়। যদিও তাদের ভাগ্যের শিকে ছেঁড়ে কমই। তবে নিলামে ওঠার এই ধারা থেকে দীর্ঘদিন মুক্ত ছিলেন সাকিব। প্রতিবারই তাকে ধরে রেখেছে কেকেআর। গতবারও সাকিবকে তার ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিলো কোলকাতা। এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে আর ধরে রাখবে না কেকেআর, আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো। বিসিবির পাঠানো তালিকা বলে দিচ্ছে, সত্যিই কোলকাতা আর ধরে রাখছে না সাকিবকে। অবশ্য তাকে নিলাম থেকে কেনার সুযোগ আবারও থাকরো কেকেআরের। তারা কিনবে কি না, নিলামে কতো দূর পর্যন্ত যাবে সাকিবের জন্য, সেটাই দেখার।

Leave a comment