ঝিনাইদহে আবারও চাল কেলেঙ্কারি : ১৩৫ বস্তা চাল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজার থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ৪ হাজার কেজি (১৩৫ বস্তা) রিলিফের চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর মধুপুর বাজারের জনৈক সনদ কুমার ওরফে বাবু ডাক্তারের গুদাম থেকে ১৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযোগ পাওয়া গেছে গত দূর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ চাল বরাদ্দ করা হয়। কিন্তু তাদের না দিয়ে এ চাল কালোবাজারে বিক্রি করে দেয় একটি চক্র। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর জানান, গতকাল বুধবার গোপন সূত্রে খবর পেয়ে জনৈক সনদ কুমার ওরফে বাবু ডাক্তারের গুদাম থেকে ৩০ কেজি বস্তার ১৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় চক্রটির মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান, চাল উদ্ধার করে স্থানীয় বাজার মালিক সমিতির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা হবে। বিষয়টি নিয়ে সনদ কুমার ওরফে বাবু ডাক্তার সাংবাদিকদের জানান, ফিরোজ, বশির ও আতিয়ার নামে ৩ ব্যক্তি এ চাল তার গুদামে রেখে যায়। তবে অভিযানের শেষ হতে না হতেই সনদ কুমার ওরফে বাবু ডাক্তার ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি বর্তমানে গাঢাকা দিয়ে আছেন। উল্লেখ্য, ইতোপূর্বে ঝিনাইদহ শহরের মেছুয়া বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঝিনাইদহ খাদ্যগুদাম থেকে পাচার হওয়া ১০টন চাল উদ্ধার করা হয়। এ চক্রের হোতারাও এখন জামিন হয়ে গেছে।