ইয়ং টাইগার্স অনূর্র্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে শক্ত অবস্থানে চুয়াডাঙ্গা

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেটে ঝিনাইদহ ও মেহেরপুর জেলাদলকে বড় ব্যবধানে হারিয়ে চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৪ দল শক্ত অবস্থানে অবস্থান করছে। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংসহ ৩টি ডিপার্টমেন্টে চমক সৃষ্টি করে চুয়াডাঙ্গা জেলাদল এখন মুখিয়ে আছে খুলনা বিভাগীয় সেমিফাইনাল খেলতে। সেমিফাইনাল খেলাটি চুয়াডাঙ্গার জন্য এখন মাত্র সময়ের ব্যাপার। এমনটিই জানিয়েছেন দলের সাথে থাকা কোচ-ম্যানেজার। গত ৩১ ডিসেম্বর ঝিনাইদহ জেলা দলকে ৭ উইকেটে ও গতকাল বুধবার মেহেরপুর জেলা দলকে ২৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সালাম-রকিবের শিষ্যরা। গতকাল বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা কলেজমাঠে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা দলের অধিনায়ক রনক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দল নায়কের ১২৪, সাফিনের ৬৪, সিফাত ৪৭ ও রকির অপরাজিত ২৯ রানে ভর করে ৩৬১ রানের বিশাল স্কোর গড়ে তোলে চুয়াডাঙ্গা জেলাদল। যা ছিলো অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেটে ৫০ ওভারে সর্বোচ্চ স্কোর। জবাবে চুয়াডাঙ্গা জেলাদলের বোলিং তা-বে মেহেরপুর জেলাদল অলআউট হয় ১১৮ রানে। ফলে চুয়াডাঙ্গা জেলাদল ২৪৮ রানের বড় ব্যবধানে জয়লাভ করে। চুয়াডাঙ্গার পক্ষে সাদ্দাম হোসেন রকি ৯ রানে ২ উইকেট, সাফিন ১৪ রানে ১ উইকেট, সিফাত ১৫ রানে ৩ উইকেট, হিমেল ৩১ রানে ৩ উইকেট ও প্রান্ত ৩৩ রানে ১ উইকেট দখল করেন।
আগামী ৫ জানুয়ারি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চুয়াডাঙ্গা জেলাদল লড়বে বাগেরহাট জেলা দলের বিপক্ষে। চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৪ জেলা দলের প্রধান কোচ আব্দুস সালাম ও সহকারী কোচ কাম-ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলাম রকিব। ঝিনাইদহ ও মেহেরপুর জেলা দলকে বড় ব্যবধানে হারিয়ে বিভাগীয় সেমিফাইনালের পথ সুগম করায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।