মাথাভাঙ্গা মনিটর: শেষ মুহূর্তের গোলে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৬১ মিনিটে মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮৭ মিনিটে স্যাম ভোকসের পাসে ইয়োহান গুডমান্ডসন বার্নালির পক্ষে সমতা ফেরান। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডেজান লোভরেনের ফ্রি-কিক থেকে এস্তোনিয়ার ডিফেন্ডার রাগনার ক্লাভান লিভারপুলের জয় নিশ্চিত করেন। এই নিয়ে টানা তিন জয়ে লিগে লিভারপুল ১৩ ম্যাচে অপরাজিত থাকলো। আর এতেই ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানটি পোক্ত রয়েছে দলটি। ম্যাচ শেষে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ম্যাচটা বেশ কঠিন ছিল। বিশেষ করে এই ধরনের আবহাওয়ায় খেলা খুবই কষ্টকর। পুরো মৌসুমে এই একটি স্থানে খেলাটা আমাদের জন্য সত্যিই কঠিন। তবে দিনের শেষে তিন পয়েন্ট অর্জিত হয়েছে এটাই মূল বিষয়।