বরিশালে কাজ করতে গিয়ে লাশ হলেন দর্শনা শ্যামপুরের হাসান

দর্শনা অফিস: জীবিকার সন্ধানে বরিশালে নির্মাণ কাজ করতে গিয়ে প্রাণ হারালেন দর্শনা শ্যামপুরের নির্মাণ শ্রমিক হাসান। গতকাল মঙ্গলবার বাসের ছাদ থেকে পড়ে হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দর্শনা পৌর শহরের শ্যামপুর মল্লি¬কপাড়ার আলী মল্লি¬কের ছেলে ৩ সন্তানের জনক হাসান (৩৫) নির্মাণ কাজ করতে বরিশালে যান। গত বছরের ৪ ডিসেম্বর জীবিকার সন্ধানে হাসান বরিশালের বাকেরগঞ্জের একটি আবাসন প্রকল্পে নির্মাণ কাজ করতেন হাসান। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসান বাসের ছাদে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী বাসের দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে খাদে নামিয়ে দেয়। এ সময় রাস্তার পাশের গাছের ডালের আঘাতে বাসের ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসান।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে হাসান বাকেরগঞ্জের লেবুখালী থেকে মিনিবাসের ছাদে করে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে। বাকেরগঞ্জের আউলিয়াপুর নামক স্থানে পৌঁছুলে ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আল্লাহ ভরসা নামে বাস আটক করা গেলেও চালক-সহকারী পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম হাসানের মৃত্যুর সংবাদ নিজগ্রাম শ্যামপুরে পৌঁছুলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসানের লাশ বরিশাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছিলো।