বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর শহর শাখা কমিটির অনুমোদন

মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মেহেরপুর শহর শাখা কমিটির অনুমোদন দিয়েছে মেহেরপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে এক আলোচনাসভা শেষে আগামী ৩ মাসের জন্য বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মেহেরপুর শহর শাখা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কেএম বোরহানুল হাসানকে আহ্বায়ক ও আশরাফুল জামানকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার। এর আগে মেহেরপুর জেলা শাখার সভাপতি একে কুতুবের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মেহেরপুর জেলা শাখার সহসভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তুষার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সদর উপজেলা শাখার আহ্বায়ক শাহীন রেজা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সদর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক শেখ জাবের আল শান্ত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মুজিবনগর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ইমাম হাসান ইমনসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীরা।