একনেকে ৫২২১ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্পের অনুমোদন
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চর উন্নয়নসহ ১৬ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২২০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৪ হাজার ৭৪৪ কোটি ১২ লাখ টাকা। বৈদেশিক সহায়তা থেকে ৪৬২ কোটি ৮৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে পাওয়া যাবে ১৩ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার: কুমিল্লার আদালতে খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত হওয়ার মামলায় এ আদেশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ নম্বর আমলী আদালতের বিচারক বেগম জয়নব বেগম ওই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবি’র ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ১২ জানুয়ারি
স্টাফ রিপোর্টার: মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আগামী ১২ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে। এটি ৫২তম বিশ্ব ইজতেমা আসর। ইজতেমার মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মাঠের অল্প কিছু অংশের কাজ এখনও বাকি আছে। শেষ মুহূর্তে মাঠ প্রস্তুতির সার্বিক কাজ বেশ জোরেশোরে চলছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে মাঠের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বইজতেমা আয়োজক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। এরপর একটানা চারদিন বিরতির পর একই স্থানে দ্বিতীয় ধাপের তিন দিনব্যাপী বিশ্ব বিশ্ব ইজতেমা আগামী ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ২১ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নারীসহ নিহত ৪
স্টাফ রিপোর্টার: সিলেটের জাফংল উপজেলার নয়াগ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে পাথর চাপা পড়ে নারীসহ ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নূর মিয়া (৩০)। জানা গেছে, নয়াগ্রাম এলাকায় আব্দুস সাত্তারের পাথর কোয়ারি থেকে বিকেলে শ্রমিকরা পাথর উত্তোলন করছিলেন। এ সময় চারজন শ্রমিক পাথর চাপা পড়েন। তারা ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় চার শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায়, গর্তের পাড় ভেঙে পাথর চাপা পড়ে ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।