দাবি পূরণ ছাড়া ঘরে ফিরবেন না : প্রয়োজনে আত্মাহূতি

শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান নন-এমপিওভুক্ত শিক্ষকদের : অনশন অব্যাহত

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করে আমরণ অনশনরত নন-এমপিওভুক্ত শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিন দিনের মাথায় আমরণ অনশনরত শিক্ষক-কর্মচারীদের কাছে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাদের এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন। তবে সুনির্দিষ্ট সময়সীমা ছাড়া দেয়া এই আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত শিক্ষক-কর্মচারীদের কাছে যান শিক্ষামন্ত্রী। সাথে ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনশনরত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বক্তব্য দেন। এরপর শিক্ষামন্ত্রী বক্তব্য দেন। এমপিওভুক্ত করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রোজই চাপ দিয়ে যাচ্ছিলেন বলে জানান শিক্ষামন্ত্রী। গত সোমবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত অর্থমন্ত্রীর সাথে কথা বলেছিলেন বলেও জানান।

শিক্ষকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী বিদেশে গেছেন। যাওয়ার প্রাক্কালেও এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়ার জন্য তিনি তাকে চাপ দিয়েছেন। যারা এমপিওভুক্ত নন তাদের এমপিওভুক্তির ব্যবস্থা করা হবে বলে সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী। নীতিমালার আলোকে বিষয়টি বাস্তবায়ন করা হবে বলেও জানান। এমপিওভুক্তির দাবি পূরণ করা হবে বলে শিক্ষক-কর্মচারীদের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।’

শিক্ষামন্ত্রীর আশ্বাসের সময় এমপিওভুক্তির জন্য সুনির্দিষ্ট সময় চেয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। তখনো শিক্ষামন্ত্রী বলতে থাকেন, ‘এমপিওভুক্ত করে দেয়া হবে। আশা করছি, আপনারা আর কষ্ট করবেন না।’

তখন শিক্ষকরা বলেন, ‘স্যার ঘোষণা দেন। অনেকবার বলেছেন।’ এই পর্যায়ে শিক্ষামন্ত্রী বক্তব্য শেষ করেন। শিক্ষকরা তখন ‘মানি না, মানি না’ বলে স্লোগান দিতে থাকেন। এ অবস্থাতেই শিক্ষামন্ত্রী চলে যান। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় এরপর বক্তব্য দেন। শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাখ্যান করার কথা জানান। আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া তারা কোনো কিছুই মানবেন না। প্রধানমন্ত্রীর বার্তা না নিয়ে তারা বাড়ি ফিরবেন না। অনশন চলবে।

আমরণ অনশনের ৩য় দিনে ৩৯ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭০২নং ওয়ার্ডের ৫১নং বেডে খুলনার সুপার বাহরুল ইসলাম, ৪০নং বেডে নওগাঁর চকরঘুনাথ উচ্চ বিদ্যালয়ের মোঃ বাবুল হোসেন মন্ডল, বগুড়ার ধুপকাঠীর শিক্ষক সেকেন্দার আলী, মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের ইকরামুল ইসলাম, কুষ্টিয়ার সিরাজউদ্দৌলা কলেজের আশরাফুল আলম লাভলু প্রমুখ।

স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে তারা একই দাবিতে আমরণ অনশন শুরু করেন। আমরণ অনশনের দ্বিতীয় দিনে সোমবার অসুস্থ হয়ে পড়েন ১৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে ছয়জন বিকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, এবার দাবি পূরণ ছাড়া তারা ঘরে ফিরবেন না, প্রয়োজনে আত্মাহূতি দেবেন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত সরকার থেকে কোনো সাড়া পাননি এসব শিক্ষক।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসে বেতন-ভাতা বাবদ সরকারি অংশ দেয়া হয়, সেগুলোকে এমপিওভুক্ত বলা হয়। আর যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। এগুলোকে সংক্ষেপে নন-এমপিও বলা হয়।

PzqvWv½vi mvZMvwo †gv‡o Aviwmwm †Wªb wbg©vY Kv‡Ri D‡Øvab

÷vd wi‡cvU©vi: PzqvWv½v †cŠimfvi 7bs Iqv‡W©i mvZMvwo †gv‡o Aviwmwm †Wªb wbg©vY Kv‡Ri D‡Øvab Kiv n‡q‡Q| MZKvj g½jevi `yycyi 2Uvi w`‡K †Wªb wbg©vY Kv‡Ri D‡Øvab K‡ib †Rjv cÖkvmK wRqvDÏxb Avn‡g`| G mgq Dcw¯’Z wQ‡jb †cŠi †gqi Ievq`yi ingvb †PŠayix, 7bs IqvW© KvDwÝji Aveyj †nv‡mb,  2bs IqvW© KvDwÝji gywÝ †iRvDj Kwig †LvKb, 1bs IqvW© KvDwÝji Rvnv½xi Avjg, †Rjv QvÎjx‡Mi mvaviY m¤úv`K †gv. Rvwbd, †cŠimfvi wbe©vnx cÖ‡KŠkjx Avqye Avjx wek¦vm, mnKvix cÖ‡KŠkjx nvwdRyi ingvb KvIQvi, cÖK‡íi ¯’vbxq Kg©KZ©v I mvZMvwo GjvKvi gRbyj nK cPv cÖgyL|

¯’vbxq miKvi gš¿Yvj‡qi ¯’vbxq miKvi cÖ‡KŠkj Awa`dZ‡ii AvIZvaxb evsjv‡`k miKvi, GwWwe I IGdAvBwW mnvqZvcyó Z…ZxqbMi cwiPvjb I AeKvVv‡gv DbœwZKiY (†m±i) cÖKí (BDwRAvBAvBwc-3) cÖK‡íi A_©vq‡b mvZMvwo cÖavb †iv‡W †gBb †Wªb I mvZMvwo †gvo n‡Z †jsUv evevi gvRvi ch©šÍ Avi wmwm †Wªb wbg©vY Kiv n‡e| GjvKvq †Kv‡bv †Wª‡b‡Ri e¨e¯’v †bB| †Wªb¸‡jv wbg©vY n‡j RbmvaviY †Wª‡bR myweav cv‡e|

cÖKíwU ev¯ÍevwqZ n‡j AÎ GjvKvi Rjve×Zv _vK‡e bv| A¯^v¯’¨Ki cwi‡ek n‡Z `~ixf‚Zmn mswkøó GjvKvevmxi RxebhvÎvi gvb‡bœvqb n‡e †mB mv‡_ eZ©gvb miKv‡ii wfkb 2021 jÿ¨gvÎv ev¯ÍevwqZ n‡e| D‡Øvab †k‡l cÖKí I eZ©gvb miKv‡ii mdjZv Kvgbv K‡i †gvbvRvZ Kiv nq| IB GjvKvq †Wªb wbg©vY KvR ïiæ Kivq †cŠi †gqi‡K AvšÍwiKfv‡e ab¨ev` Rvbvb GjvKvevmx| †Rjv cÖkvmK wRqvDÏxb Avn‡g` Kv‡Ri ¸YMZ gvb eRvq ivLvi Rb¨ mswkøó mKj‡K wb‡`©k †`b|

`k©bv gWvb© wK¬wb‡Ki wPwKrmK I ÷vd‡`i KZ©‡e¨ Ae‡njvi Awf‡hvM

Avbvwo Avqv w`‡q mšÍvb cÖmeKv‡j beRvZ‡Ki g„Zz¨

÷vd wi‡cvUvi: mܨv n‡j 4 Zjv †_‡K wb‡P bv‡gb bv Wv. †nvm‡b Rvix Zvngxbv AuvwL I Wv. ZvwiKzj Avjg| †h Kvi‡Y mܨvi ci †Kv‡bv †ivMx wPwKrmvi Rb¨ Avm‡j bvm© I Avqv‡`i w`‡qB wPwKrmvi bv‡g AcwPwKrmv w`‡q Avm‡Qb `k©bv gWvb© wK¬wbK| Gevi Avbvwo Avqv‡`i w`‡q mšÍvb cÖmeKv‡j g„Zz¨ n‡jv beRvZ‡Ki| `vq-`vwqZ¡ Gwo‡q †M‡jb wPwKrmKiv| beRvZ‡Ki g„Zz¨‡Z cvMj cÖvq evev-gv I ¯^R‡biv| `k©bv cyivZb evRvicvovi wewkó Pvje¨emvqx AvjvDwχbi ¯¿x Avqbyi bvnv‡ii cÖme e¨_v I‡V MZKvj mܨvq| mv‡_ mv‡_ Avqbyi‡K †bqv `k©bv gW©vb wK¬wb‡K| Wv. †nvm‡b Rvix Zvngxbv AuvwL bv _vK‡jI Wv. ZvwiKzj Bmjvg civgk©cÎ †`b †ivMxi cwiev‡ii nv‡Z| K‡qKwU cix¶vi g‡a¨ wQ‡jv Avëªvm‡bvMÖvwd| Avqby‡ii Avëªvm‡bvMÖvwd K‡ib Wv. ZvwiKzj Bmjvg| †ivMxi cwiev‡ii m`m¨‡`i Rvbv‡bv nq †c‡Ui mšÍvb my¯’ I ¯^vfvweK Ae¯’vq i‡q‡Q| Z‡e wKQyUv cvwb ¯^íZv †`Lv w`‡q‡Q| †m‡¶‡Î †Kv‡bv cÖKvi A¯¿cPv‡ii cÖ‡qvRb †bB| G civgk© w`‡q mܨv †mvqv 7Uvi w`‡K Avqbyi‡K Acv‡ikb w_‡qUv‡i †bqv nq|

G w`‡K Wv. AuvwL wK¬wb‡K bv _vKvq Wv. ZvwiKzj Avjg Avqv‡`i ¯^vfvweKfv‡e †Wwjfvwi Kiv‡bvi wb‡`©k w`‡q wbR evmfe‡b P‡j hvb| Avqby‡ii ¯^vgx AvjvDwÏb I Zvi cwiev‡ii m`m¨iv Awf‡hvM K‡i e‡j‡Qb, Acv‡ikb w_‡qUv‡i 2-3 Rb Avbvwo Avqv‡K wb‡q ¯^vfvweK †Wwjfvwii †Póv K‡i `xN©mgq a‡i| Avbvwo‡`i Uvbv †nPovi Kvi‡YB gviv †M‡Q beRvZK Kb¨vwkï| `xN© mgq ci Avbvwo Avqviv Acv‡ikb w_‡qUvi †_‡K †ei n‡q beRvZ‡Ki g„Zz¨ msev` †`q| cÖPÐ Uvbv †nPovi Kvi‡Y gvivZ¥Kfv‡e Amy¯’ n‡q c‡ob cÖm~wZ Avqbyi| ivZ 12Uv ch©šÍ Avqbyi mÁvnxb Ae¯’vq wQ‡jb| cÖZ¨¶`kx©iv e‡j‡Q, Acv‡ikb w_‡qUv‡i †bqvi AvM gyn~Z© ch©šÍ Avqbyi ¯^vfvweKfv‡e Pjv‡div K‡i‡Qb| Avëªvm‡bvMÖvwd‡Z †`Lv †M‡Q c~Y© my¯’ I ¯^vfvweK i‡q‡Q beRvZK| gvÎ AvaNÈvi e¨eav‡b gviv †M‡jv Avqby‡ii dzUdz‡U beRvZK Kb¨vmšÍvb| G NUbvq Wv. ZvwiKzj Avjg e‡jb, Gfv‡eB beRvZ‡Ki g„Zz¨ †jLv wQ‡jv ZvB n‡q‡Q| Avjøvni gvj Avjøvn †b‡e Zv‡Z ev›`vi wK Kivi Av‡Q? `ywbqv‡Z h‡ZvUzKz Zvi nvqvZ wQ‡jv ZZUzKzB †m Rxeb †c‡q‡Q| Wv. ZvwiKzj Bmjv‡gi G ai‡bi gšÍ‡e¨ A‡b‡Ki g‡b weiæc cÖwZwµqvi m„wó n‡q‡Q|