আলমডাঙ্গা ব্যুরো: গাঁজা ও ইয়াবাসহ আলমডাঙ্গা থানা পুলিশ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, গতকাল বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হারদী গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী কামরুজ্জামান সাধুর স্ত্রী চিহ্নিত মাদকব্যবসায়ী নাসরিন খাতুন ও ভোগাইল বগাদী গ্রামের শাহাদত আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নাসরিন খাতুনের নিকট থেকে ২০ পিস ইয়াবা ও সাইফুল ইসলামের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে থানাসূত্রে জানা গেছে।