স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের বিএম শাখার এইচএসসি ১ম ও ২য় বর্ষের পরীক্ষার ফি অতিরিক্ত গ্রহণের অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের বিএম শাখার এইচএসসি ১ম ও ২য় বর্ষের পরীক্ষার ফি অতিরিক্ত গ্রহণের অভিযোগ তুলেছে কতিপয় পরীক্ষার্থী। তারা অভিযোগে উল্লেখ করেছেন যে, এইচএসসি ও বিএম শাখার ১ম ও ২য় বর্ষের বোর্ড নির্ধারিত সর্বমোট পরীক্ষা ফি ১১৭০ টাকা। অথচ আদায় করা হচ্ছে ১ম বর্ষে ১৯২০ টাকা ও ২য় বর্ষে নিয়মিত ২৩৪৫ টাকা। পরীক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান দাবি করে অভিযোগকারীরা বলেছেন, প্রায় ডবল টাকা দিয়ে ফরমপূরণ কোনোভাবেই সম্ভব না।
এ ব্যাপারে মোবাইলফোনে এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে সংশ্লিষ্ট বিএম শাখার অধ্যক্ষ তসলিম হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হয়। তিনি এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।