আলমডাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্যাটের আঘাতে একজন আহত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ফরিদপুরে ক্রিকেট খেলার সময় বিতর্কিত আউট নিয়ে প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের আঘাতে জাহিদ হাসান নামের একজন খেলোয়াড় আহত হয়েছেন। সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গড়গড়ি শেখপাড়ার খোকন আলীর ছেলে। জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের ছাত্র। গতকাল সন্ধ্যায় আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আহত জাহিদ ও তার শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজনসহ অন্যান্য খেলোয়াড়রা অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার ফরিদপুর মাঠে আলমডাঙ্গা গোবিন্দপুর ও মুন্সিগঞ্জের মাঝে একটি ক্রিকেট খেলা চলছিলো। এ সময় অ্যাম্পায়ার গোবিন্দপুরের এক খেলোয়াড়কে বিতর্কিত আউট দেয়। এ নিয়ে খেলা বন্ধ থাকলে মুন্সিগঞ্জের খেলোয়াড় জাহিদ প্রতিপক্ষের খেলোয়াড় রায়হানকে খেলা চালিয়ে যাওয়ার জন্য বললে সে রাগন্বিত হয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে জাহিদ হাসানকে (২১) বেধরক পিটিয়ে আহত করে। অন্যান্য খেলোয়াড়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।