স্টাফ রিপোর্টার: ‘মনের মানুষ’ ছায়াছবির প্রখ্যাত শিল্পী চুয়াডাঙ্গার আব্দুল লতিফ শাহকে সম্মাননাপত্র দিয়েছেন ভারতের বিজয়-লালন মেলা ও লোক উৎসবে। তিনদিনব্যাপী অনুষ্ঠিত লোক উৎসবে গত ৩০ ডিসেম্বর বিজয়-লালন মেলা সমিতির সভাপতি যতীন্দ্রনাথ রায় শিল্পী আব্দুল লতিফ শাহ’র হাতে সম্মাননা পত্রটি তুলে দেন। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় আব্দুল লতিফ শাহ মেলা শেষে ভারত থেকে চুয়াডাঙ্গা ফেরেন। ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হাটবহিরগাছিতে গত ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিজয়-লালন মেলা ও লোক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের মরমী সাধক খোদা বকশের ছেলে আব্দুল লতিফ শাহকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া অধ্যক্ষ ড. শক্তিপাল ঝা, মনের মানুষ ছবির শিল্পী গোলাম ফকির ও আরজ আলী বয়াতিসহ বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।