মেহেরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

মেহেরপুর অফিস: টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সামনে তারা অবস্থান নেয়। এতে নেতৃত্ব দেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলার সকল কর্মকর্তা-কর্মচারীরা। বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, অন্যান্য ভাতাদি, স্বাস্থ্য সহকারী নিয়োগসহ পোষ্য কোঠা বাস্তবায়নের দাবি জানান তারা। এদিকে কর্মবিরতির ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।