মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ৪তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার মহাজনপুর মহাবিদ্যালয় চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তায়নে শিক্ষা প্রকৌশল অধিদফতর কুষ্টিয়া জোনের আওতায় ২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহাজনপুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আলহাজ আমজাদ হোসেন, ঠিকাদার আলহাজ আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ। এ সময় মহাবিদ্যালয়ের প্রভাষক ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক শামীম জাহাঙ্গীর।