বোর্ড নির্ধারিত বই ছাড়া অতিরিক্ত কোনো বই না পড়ার আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে সারাদেশে বই উৎসব পালিত হয়েছে। বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। নতুন বছরে ক্লাসে বসার ঠিক আগ মুহূর্তে রং ছড়ানো বর্ণিল প্রচ্ছদ আর নতুন বইয়ের গন্ধ শিশুদের মনে ছড়িয়ে দিয়েছে অপার আনন্দের আবেশ। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বছরের প্রথম দিন সোমবার জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, ভি.জে স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষা সুপারভাইজার সোহেল আহমেদ।
জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী জানান, জেলায় এবছর মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ ২৮ হাজার ৭৮০টি, দাখিল পর্যায়ে ১ লাখ ৬০ হাজার ১৯৫টি এবং ইবতেদায়ি পর্যায়ে ৭৭ হাজার ৭০০টি চাহিদা ছিলো। প্রায় সব বই পাওয়া গেছে। এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, জেলায় প্রাথমিক শিক্ষায় ৭ লাখ ১১ হাজার বইয়ের চাহিদা ছিলো। শতভাগ পাওয়া গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বলেন, ‘বোর্ড নির্ধারিত বই ছাড়া অতিরিক্ত কোনো বই পড়া লাগবে না। কোনো কোচিং করা লাগবে না। শিক্ষক স্বল্পতার কথা বিবেচনা করে এ মাস থেকেই শিক্ষকদের বাইরে ২০ জন ব্যক্তি শিক্ষক হিসেবে ক্লাস নিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ফলে, নতুন বই পাওয়া ছাত্র-ছাত্রীদের ভালো লাগছে। আামি আশা করবো জিপিএ-৫ পাওয়ার চেয়ে বিদ্যালয়গুলোতে শতভাগ পাসের চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশুনায় মনোযোগি হতে হবে।’
জাতীয় বই উৎসবে বই বিতরণ করা হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়ে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের মাঝে বই বিতরণ করেন। চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা একাডেমি, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমিসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী, সরোজগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল প্রমুখ। পরিচালনা করেন শিক্ষক মোতাহার হোসেন। ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়াম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি খাসকররা কলেজের সভাপতি হাজি আজিজুল হক। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, প্রধান শিক্ষক আবু সালেহ, প্রবীণ শিক্ষক জুড়োন আলী শেখ, ম্যানিজিং কমিটির সদস্য শওকত আলী প্রমুখ।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক ইলিয়াস হোসেন, এসএমসি সদস্য তাহাজদ্দিন, ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়া ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের বই বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা বেগম, এসএমসির সদস্য বাচ্চু মিয়া, হাজি আকবার আলি মালিথা, সুন্দর আলি, শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহ-প্রধান শিক্ষক আলী হোসেন, সানজিদা বেগম, সদস্য শাহীন আহম্মেদ, মিঠু মিয়া, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ প্রমুখ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সহকারী কমিশনার আইটিসি কর্মকর্তা মো. চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র মো. রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বদরগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি মো. শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম স্বপন। এছাড়াও বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরসায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার। মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার এরশাদপুর একাডেমিতে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীন। বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম। কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী। বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা নির্বাহি অফিসার রাহাত মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মৃনালকান্তি সরকার, বিদ্যালয় সভাপতি আনোয়ার হোসেন সোনাহার। বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি শুকুর আলী, হিরোক মেম্বর, শিক্ষক রবিউল আওয়াল, জামিরুল ইসলাম, নাসরিন পারভীন, মাবিয়া খাতুন প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আ.লীগ নেতা ও সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের বিদ্যোৎসাহী সদস্য হাসানুজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন মরহুম ডা. মকছেদ আলী মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী ও এলাকার প্রবীণ ব্যক্তি মহাসীন আলী। পরে অতিথিবৃন্দ মরহুম ডা. মকছেদ আলী মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। এছাড়া স্থানীয় আলোকিত কিন্ডারগার্টেন স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. খলিলুর রহমান। এ সময় স্কুলের পরিচালক ওহিদ আলী উপস্থিত ছিলেন।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, সিরাজুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল গনি। প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মহিবুল ইসলাম মন্টু। ভোগাইল বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিন্নাতুল আরা জোছনা। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি নেজাদ আশরাফী সোহান মিয়া। আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। উপস্থিত ছিলেন আলী রেজা শিলু, হাফিজুর রহমান, এমদাদুল হক ওদুদ। শালিকা প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দাতা সদস্য ফরিদ হোসেন, ম্যনেজিং কমিটির সদস্য তানজিল, প্রাক্তন শিক্ষক খাইরুল বাশার প্রমুখ।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ওয়াজেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএ মান্নান ও জামজামি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ওরাদ আলী।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম প্রমুখ। এদিকে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্শনা লিটিল এনজেলস কিন্ডারগার্টেন, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়, লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দামুড়হুদা দশমীপাড়াস্থ শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। কেন্দ্রের শিক্ষিকা মাজেদা খাতুন প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কিবরিয়া আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।
দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই তুলে দেন পৌর মেয়র মতিয়ার রহমান। প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ। দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসায় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফারুক আরিফ। উপস্থিত ছিলেন সহসভাপতি হাজি আব্দুল মালেক বিশ্বাস, সদস্য হাজি নূরুল হক, অধ্যক্ষ আরিফুজ্জামান প্রমুখ। কেরুজ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন। প্রধান শিক্ষক আকরাম হোসেন শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক খবির উদ্দিন প্রমুখ। এ ছাড়া আজমপুর, ঈশ্বরচন্দ্রপুর, দক্ষিণচাঁদপুর, শান্তিপাড়া, পরাণপুর, কাস্টমস, কেরুজ, শ্যামপুর ও জয়নগর, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার ২৩টি মাধ্যমিক ও ৭৩টি প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্কুলের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতারণ ও বই উৎসব পালন করা হয়েছে। জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক প্রমুখ। এছাড়াও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, ডা. আব্দুল আউয়াল সেন্টু, পৌর কাউন্সিলার খন্দকার আলী আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হাসাদাহ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে বই উৎসব। সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে বই হাতে পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। বছরের শুরুতেই বই পাওয়ায় পরীক্ষার আগেই সিলেবাস শেষ করতে পারবে বলে জানায় তারা। অনুষ্ঠানে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, আজকের মধ্যে জেলার সমস্ত বিদ্যালয়ে বই পৌঁছে যাবে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। এ বছর জেলায় ৪০ লক্ষ ৩ হাজার ৪১০ টি বই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন সরকার। আসলে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর আর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেয়। কারণ এবারের পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে এ জেলা যশোর বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। অভিভাবকরাও সচেতন হয়েছেন। এ সাফল্য ধরে রাখতে হবে। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন প্রমুখ।
এরপর অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করেন। এদিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠানটির সভাপতি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। এ সময় অধ্যক্ষ আখতারুজ্জামান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এভাবে এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সরকারি বই তুলে দেয়া হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার খবিরউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম প্রমুখ। সঞ্চলনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার ও গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীসহ শিক্ষকবৃন্দ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস মডেল স্কুলসহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সোমবার সকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী উপস্থিত ছিলেন। অপরদিকে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, উজির আলী স্কুলসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ৬ উপজেলায় ৩০ লাখ ৪২ হাজার ৪’শ ৫৫টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, সাধুহাটি বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলজার হোসেন, সাধুহাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি শাহেব আলী দোলাল, বংকিরা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণ মডেল দাখিল মাদরাসায় নতুন বই বিতরণ করা হয়েছে।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম। একই সময়ে উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।