স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার সোহাগপুর থেকে নানারবাড়ি মর্তুজাপুর যাওয়ার পথে পাখিভ্যানের চাকায় বোরখা পেচিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে রক্তাক্ত আহত হয়েছে স্কুলছাত্রী আলেয়া খাতুন। সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের সোহাগপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও চুয়াডাঙ্গা মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার আহতাবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আলেয়া খাতুন (১৫) ছোটবেলা থেকে তার নানা মর্তুজাপুরের আজগর আলীর বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে। স্কুলের ছুটিতে সে সোহাগপুরে তার পরিবারের সাথে দেখা করে গতকাল সোমবার পাখিভ্যানে চড়ে তার নানার বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বেলা ৫টায় হরিণাকুণ্ডু-সাধুহাটি সড়কের বুড়াপাড়া নাকমস্থানে পৌঁছুলে পাখিভ্যানের চাকায় তার বোরখা পেচিয়ে সড়কের পাকাস্থানে আছড়ে পড়ে রক্তাক্ত আহত হয় আলেয়া খাতুন। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।