মেহেরপুর অফিস: যারা অপরাধিদের পিছনে ছুটে দিন পার করেন। তারাই আজ সাধারণ মানুষ ও পথচারীদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেছে। সাধারণ মানুষের মাঝে পুলিশ ভীতি কমানো ও নতুন বছরের শুভেচ্ছা জানাতেই এ ব্যাতিক্রমী উদ্যোগ মেহেরপুর জেলা পুলিশের। গতকাল সোমবার সকাল ১০টায় প্রথমেই পুলিশ সুপারকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেন পুলিশ বিভাগের সদস্যরা। তারপর মেহেরপুর হাসপাতাল সড়কের পথচারী ও শিশুদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা দেন পুলিশ সুপার আনিছুর রহমান। এছাড়াও শহরের বড়বাজার, হোটেলবাজার ও কলেজ মোড়ে অবস্থান করে পুলিশ সদস্যরা পথচারীদের হাতে ফুল তুলে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেখ মোস্তাফিজুর রহমান, ডিআইওয়ান ফারুক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা।