কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ আবুল খায়ের ওরফে এরেন আলী (৪৫) নামের ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সে আনন্দবাগ (পাইকপাড়া) গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। গতকাল সোমবার সকালে এরেনের নিজ বাড়ি থেকে কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন তাকে গ্রেফতার করে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গত রোববার রাত ২টায় এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল খায়ের ওরফে এরেন আলীকে গ্রেফতার করেন। এরেন আলী ২ বছরের সশ্রম কারাদ-সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ-ের সাজাপ্রাপ্ত আসামি। আদালতের রায়ের পর থেকে আবুল খায়ের ওরফে এরেন আলী পলাতক ছিলো। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান খান জানান, এরেন আলী যশোরের একটি আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একজন ফেনসিডিল ব্যবসায়ী। রাতে থানার এসআই নিরব হোসেন এরেন আলীকে গ্রেফতার করেন।