জীবননগরে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

জীবননগর ব্যুরো: জীবননগরে টেকনিক্যাল বেতনস্কেল ও পদমর্যাদাসহ ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছেন। গতকাল সোমবার সকাল ৮টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি পালন করেন। স্বাস্থ্য কর্মীদের এ কর্মবিরতির ফলে গতকাল সোমবার এ উপজেলায় টিকা ও ভ্যাকসিন প্রদানসহ সকল প্রকার কার্যক্রম বিঘিœত হয়েছে। ফলে সাধারণ মানুষ বিড়ম্ববনার মধ্যে পরে।
উপজেলা টেকনিক্যালের ইন্সপেক্টর শরিফুল ইসলামের নেতৃত্বে ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলার টেকনিক্যাল কর্মকর্তাগণ কর্মবিরতি পালন শেষে আলোচনা সভা করেন। এসময় তারা ৪দফা দাবি তুলে ধরে বলেন, আমরা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন চায়। আমরা টেকনিক্যাল কাজ করি সেই হিসেবে টেকনিক্যাল স্কেলে আমাদেরকে বেতন-ভাতা প্রদান করতে হবে। টেকনিক্যাল বেতনস্কেলসহ পদমর্যদা দিতে হবে। মাঠ ভ্রমণভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ হারে দেয়াসহ প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগের দাবি করা হয়। এ ছাড়াও চাকরি ক্ষেত্রে ১০ভাগ পোষ্য কোটা দেয়ার দাবি জানানো হয়। সভায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুন্সী আব্দুস সবুর, মোকতেদা খাতুন, আনিছুর রহমান, রেহেনা সুলতানা, আতিকুর রহমান, নাদির শাহ, সাইফুজ্জামান, মশিয়ার রহমান, নূরুল ইসলাম, আসমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।