চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বছর পূর্তি উপলক্ষে উদযাপন পরিষদের সভা

স্টাফ রিপোর্টার: গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে পরিষদ সভাপতি ও উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের সদস্য সচিব জাহিদুল ইসলাম আগামী ১৯ ও ২০ জানুয়ারি শুক্র ও শনিবার দুদিনব্যাপি এপার বাংলা-ওপার বাংলা সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান সূচি ও আয়োজনের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করার জন্য উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন এপার বাংলা-ওপার বাংলা সাহিত্য সম্মেলন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম, অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, সদস্য নুরে আলম মোর্শেদা, গোলাম কবীর মুকুল, জেড আলম, মো. আনছার আলী, রিচার্ড রহমান, অমিতাভ মীর, আদিল হোসেন, ইদ্রিস ম-ল, হোসেন জাকির, ডা. আবু বকর সিদ্দিক, নজির আহমেদ, খন্দকার আহসানুল কবীর, শাহিদুজ্জামান খোকন, কাজল মাহমুদ, হাবিবি জহির রায়হান, জাহিদ জীবন, হোসেন মোহাম্মদ ফারুক, জামান আক্তার প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ‘এ সম্মেলন শুধু চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নয়, এটি সমগ্র চুয়াডাঙ্গা জেলাবাসীর অনুষ্ঠান। এ সম্মেলনকে সফল করার জন্য আমরা সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ তার ৪০ বছরের কর্মময় পথ চলায় বিভিন্ন সফল অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সকলের ঐকান্তিক সহযোগিতায় এ আয়োজন সফল করার মাধ্যমে আমরা এ মাটিকে আরও ঋদ্ধ করতে চাই।’