স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নব-নির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বিকেলে চক্ষু হাসপাতাল ভবনে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। এই কমিটি আগামী ২০১৮-২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাড. সেলিম উদ্দিন খান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাকি ৬টি পদে সরাসরি ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সেক্রেটারি পদে ফজলুর রহমান, কার্যকরী সদস্য পদে অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, শহিদুল ইসলাম সাহান, অ্যাড. রফিকুল ইসলাম, হাবিল হোসেন জোয়ার্দ্দার ও অ্যাড. আকসিজুল ইসলাম রতন জয়লাভ করেন। পদাধিকার বলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান বলেন, বর্তমান কমিটির দায়িত্ব পালনকালে আজীবন সদস্য, বার্ষিক সদস্য, প্রশাসন ও সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। চক্ষু হাসপাতাল উন্নয়নে জনগণ সবসময়ই পাশে থাকবেন সে প্রত্যাশাও করছি।’