আলমডাঙ্গায় ঠিকাদার নিযুক্ত করার লটারিতে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীনে আলমডাঙ্গা উপজেলার দুই গ্রুপের এইচবিবি রাস্তার কাজের দরপত্র আহ্বান করার পর তা সঠিকভাবে লটারি করা হয়নি বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রতিকার চেয়ে চুয়াডাঙ্গার ১১জন ঠিকাদার স্বাক্ষরিত অভিযোগপত্র জেলা প্রশাসক বরাবর পেশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। যার প্রকল্প ব্যায় মূল্য ১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭শ ৫৩ টাকা। এ কাজের ঠিকাদার নিযুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের হলরুমে লটারির সময় নির্ধারণ করা হয়। অথচ দুই গ্রুপের কাজের মধ্যে এক গ্রুপের কাজ প্রকল্প পরিচালকের পূর্বপরিচিত মেহেরপুরের ঠিকাদরকে দেয়া হয়। অপর গ্রুপের কাজ দেয়া হয়েছে কর্মকর্তাদের পছন্দের ঠিকাদার আলমডাঙ্গা কুমারির ঠিকাদার রওশন আলীকে। বিষয়টি জেলা প্রশাসককে ইতোপূর্বেই মোবাইলফোনে অবগত করা হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে।