ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। গত শুক্রবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিপুল কুমার রায়’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচিত সদস্যরা হলেন, জেষ্ঠ সহসভাপতি রেজাউল ইসলাম, কনিষ্ঠ সহসভাপতি নাসিম উদ্দিন। এছাড়া পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য হলেন, মাহমুদুল ইসলাম ফোটন, কাইয়ুম শাহরিয়ার জাহেদী, এম আব্দুল হাকিম আহমেদ, গোলাম কিবরিয়া, শফিকুল বাশার, মখলেছুর রহমান, সরোয়ার হোসেন, হারুন অর রশিদ, মখলেছুল ইসলাম নিলু, কৃষ্ণপদ দত্ত, হোসেন মো. আবু সাঈদ, একেএম রোকনুজ্জামান রানু, তোফাজ্জেল হোসেন, শাপলা ইসলাম, আবিদুর রহমান লালু, মোহাম্মদ আলী জিন্নাহ, শামীম হোসেন মোল্লা ও আব্দুল হান্নান বাবু। নবনির্বাচিত সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টুকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।