চুয়াডাঙ্গা কলেজপাড়ার ঠিকাদার সুরত আলী মণ্ডলের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলেজপাড়ার ঠিকাদার সুরত আলী মণ্ডল ওরফে প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তিনি গতকাল রাত ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। আজ বাদ জোহর তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহেরর কলেজপাড়ার মৃত খোকা মণ্ডলের ছেলে সুরত আলী মণ্ডল ওরফে প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। গতরাতে তিনি মারা যান। মৃত্যুকালে সুরত আলী ম-ল স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে জামাই, নাতিনাতকুড়িসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সুরত আলী মণ্ডলের ছেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক অহিদুল ইসলাম এ তথ্য দিয়ে জানিয়েছেন, আজ রোববার বাদ জোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে। জানাজায় সকলকে শরিক হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।