স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে ইউনিয়ন পরিবার কল্যাণের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় পরিবার কল্যাণ কেন্দ্রে আলোচনাসভা ও জয় বাংলার কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। তিনি আগামীকাল যশোরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, আবুল কালাম আজাদ, ডিঙ্গেদহের বিশিষ্ট ব্যাবসায়ী সুজন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহামুদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা হারুন, শাকিল, রোকন, সাহেব, শঙ্করচন্দ্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা আগুন, মাছুদ, যুবলীগ নেতা মন্টা, ছাত্রলীগ নেতা আকাশ, রবিন, ঝলক, উজ্জল, ছাব্বিরসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা। আলোচনা সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা থেকে আগত বিভিন্ন শিল্পীবৃন্দদের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।