চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ায় গফুর মণ্ডল ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ‘গফুর মণ্ডল ফ্রি চিকিৎসা কেন্দ্র’ উদ্ধোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হলেও চিকিৎসা দেয়া শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। এখন থেকে ছয়ঘরিয়া কচুখালীপাড়ার মৃত গফুর মণ্ডলের বাড়িতে প্রতি শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিত চিকিৎসা দেবে উপসহকারী মেডিকেল অফিসার ডা. আলমগীর কবির। ব্যবস্থা পত্রের সাথে বিনামূল্যে ওষুধ দেয়া হবে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম।