আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানাপাড়ার আয়োজনে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় তিনি বলেন, মাদককে না বলতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আমি আলমডাঙ্গার যে কোনো উন্নয়নমুখী কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। পথভ্রষ্ট যুবসমাজকে তোমরা খেলা ধুলার মাধ্যমে বিপথ থেকে সুপথে আনার চেষ্টা করছ। আমি তোমাদের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করলাম। ঢাকায় যখন বিপিএল বা অন্যান্য খেলা হয় আমি প্রায় খেলা উপভোগ করে থাকি। আলমডাঙ্গায় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিম-লকে ঢেলে সাজাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন পৌর মেয়র হাসান কাদির গনু। জেলা কৃষকলীগের সহসভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আশাদুল ইসালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, কাউন্সিলর আলাল আহমেদ, ডা. আজিজুল হক সোমা, প্রভাষক শফিউল হক মিল্টন, বিদ্যুৎ, মুন্না, রাসেল, মতি। মুসাব্বির আলম আলো ও তৌহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইছানুর কবীর, হাসানুজ্জামান, মারুফ, তপু, শাকিল, তানভীর, সাব্বির, আসিফ, বাপ্পী, ড্যানি, তোহা, বাধন, কুয়াশা, অনিক, রুমন।