আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ জুয়াড়িকে ২শ’ টাকা করে জরিমানা করেছেন। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার কালিদাসপুর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে বিপুল হোসেন ও পারকুল্লা গ্রামের ইকতার আলীর ছেলে কলম আলীসহ বেশ কয়েকজন শ্রীরামপুরে জুয়া খেলছিলো। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশকে সাথে নিয়ে কালিদাসপুর এলাকায় জুয়ার বোর্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাকিরা পালিয়ে গেলেও ধরা পরে বিপুল ও কলম আলী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জুয়াড়িকে জুয়া খেলার অপরাধে ২শ’ টাকা করে ৪শ’ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই মহাব্বতসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।