মাথাভাঙ্গা মনিটর: মাত্র ২ রানে অলআউট। বিষয়টি অবাস্তব মনে হলেও সত্যি। সম্প্রতি ছয় বলে সাত ছক্কার রেকর্ড আছে। নতুন এই রেকর্ডের সপ্তাহখানেক না যেতেই লজ্জাজনক একটি রেকর্ড গড়লো ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলাদের ওয়ানডে প্রতিযোগিতায় এ লজ্জার রেকর্ড গড়ে নাগাল্যান্ড নারী ক্রিকেট দল। কেরালার বিপক্ষে ১০ উইকেট হারিয়ে মাত্র ২ রান করেছে নাগাল্যান্ড প্রদেশের নারী ক্রিকেট দল। মজার ব্যাপার হলো- এ ২ রানের এক রান এসেছে ওয়াইড থেকে। দলের ১০ ব্যাটসম্যানের অবদান মাত্র ১ রান।