মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫
মাথাভাঙ্গা মনিটর: ভারতের এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১২ নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা শহরের ব্যস্ততম কমলা মিলস কম্পাউন্ড ভবনে থাকা একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। নিহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বহুতল ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। সেখান থেকে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয় ও রেস্টুরেন্ট রয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতের শিকার বেশিরভাগ লোক ওই রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে এসেছিলেন।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিন ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ভবন থেকে উদ্ধার করা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছে।
নিউইয়র্কে এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১২
মাথাভাঙ্গা মনিটর: নিউইয়র্কের ব্রঙ্কসে একটি এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা এই অগিকাণ্ডের সূচনা হয়। ব্রঙ্কসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এক নবজাতকসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তিরা এপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা।
ভবনটি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় ও ব্রঙ্কস চিড়িয়াখানার নিকটে প্রসপেক্টস এভিনিওতে অবস্থিত। অগ্নিকাণ্ডের পর অন্তত ১৬০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিল ডে ব্লেসিও।
জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭শ’ ৪৪ কোটি
মাথাভাঙ্গা মনিটর: মার্কিন আদমশুমারি ব্যুরোর হিসাব অনুয়ায়ী ২০১৮ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২৮৩ জন বেড়ে ৭শ’ ৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জনে দাঁড়াবে। ২০১৭ সালের প্রথম দিন থেকে এ বৃদ্ধির হার ১.০৭ শতাংশ। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
হিসাব অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্ম নেবে এবং ১.৮ জনের মৃত্যু হবে। এর আগে মার্কিন আদমশুমারি ব্যুরোর এক হিসেবে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯শ’ কোটিতে পৌঁছুবে বলে আভাস দেয়া হয়।
২ মাস পর মিয়ানমারে মুক্তি পেলেন ৪ সংবাদকর্মী
মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটির পার্লামেন্টের কাছে হেলিকপ্টার থেকে ড্রোন দিয়ে ছবি তোলার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি দুই সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে মুক্তি দেয়া হয়েছে। ২ মাস আটক থাকার পর আজ তাদের মুক্তি দেয়া হয়।
তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টার্কিশ রেডিও ও টেলিভিশনের ক্যামেরা পারসন লাউ হন মেং, প্রতিবেদক মক চাই লিন ও তাদের স্থানীয় দোভাষী অং নাইং সোয়ে ও চালক হ্লা থিওকে মুক্তি দেয় মিয়ানমার। গতকাল শুক্রবার সকালে মুক্তিপ্রাপ্তদের মধ্যে দোভাষী ও গাড়িচালক জেল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। গত ১১ নভেম্বর মিয়ানমারের একটি আদালত এই চারজনকে দুই মাসের কারাদণ্ড দেয়। তবে এ সাজার প্রেক্ষিততে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এদিকে, গত ২৭ ডিসেম্বর দুই বিদেশি সাংবাদিক সিঙ্গাপুরের নাগরিক লাউ ও মালয়েশিয়ার বাসিন্দা মক চাই লিনকে ১৫ দিনের রিমাণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। গত ২৩ অক্টোবর ওই দুই বিদেশি সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এতে অপরাধ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত জেল হতে পারতো।