ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবন তৈরির পরিকল্পনা

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল ভবনের ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সাধারণসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের পেশইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। সমিতির আজীবন সদস্য ডা. এমএ মান্নানের মৃত্যুতে শোকবার্তা পাঠ এবং সমিতির ২১জন আজীবন সদস্যের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬ বার্ষিক কার্যবিবরণী প্রতিবেদন পাঠ ও অনুমোদন এবং ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা। সভায় ২০১৬ সালের অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন এবং ২০১৮ সালের সম্ভাব্য ৮৪ লাখ ৭৭ হাজার টাকার বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। ১৯৯৮ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত ডায়াবেটিক সমিতির ২০১৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আয় হয়েছে ৪৪ লাখ ১০ হাজার ৫৩২ টাকা এবং ব্যয় হয়েছে ৪৭ লাখ ২৯ হাজার ৮৫৮ টাকা। সমিতির ফান্ডে রয়েছে ২৮ লাখ ৯৩ হাজার ৩২৩ টাকা। এর মধ্যে এফডিআর রয়েছে ২৪ লাখ টাকা। সাধারণসভায় ডায়াবেটিক সমিতির সহসভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও ফজলুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ন কবীর মালিক, কোষাধ্যক্ষ অ্যাড. এমএম মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম শাহান উপস্থিত ছিলেন। এ সময় সমিতির আজীবন সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, শফিকুল ইসলাম বদা, আমিনুল ইসলাম মুকুল, মফিজুর রহমান মনা ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন। সাধারণসভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘স্বাস্থ্য সেবায় ভালো চিন্তা চেতনা দিয়ে ডায়াবেটিক হাসপাতাল এগিয়ে যাবে। হাসপাতালের নিজস্ব ভবন তৈরির পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। সেজন্য টিঅ্যান্ডটির সামনে গণপূর্ত বিভাগের দেড় বিঘা জমির জন্য অনেক আগেই আবেদন করা হয়েছে। বর্তমানে সেটি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাধারণসভায় আজীবন সদস্য ফি ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা হলো। কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সেটি প্রতিষ্ঠানের স্বার্থেই করা হবে।’

Leave a comment