মোহন মিয়া সভাপতি নাজমুল আলম সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে জীবননগর দৌলৎগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মোহন মিয়াকে সভাপতি ও আলমডাঙ্গার খাসকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শেখ নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, এনামুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম ও আরিফুজ্জামান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা ওল্ডজিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আব্দুল আলীম, সহসভাপতি দামুড়হুদার কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আবু বক্কর সিদ্দিক, আলমডাঙ্গার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি সেলুন হোসেন, চুয়াডাঙ্গার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মানিক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়রামপুর স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি বোরহান উদ্দিন, জীবননগর আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মাসুম আলী, আলমডাঙ্গার আইলহাস লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কামরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পলাশ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দামুড়হুদার ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি জাহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রাসেল মিয়া, আলমডাঙ্গার হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি আহসান হাবিব, কোষাধ্যক্ষ জীবননগর ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নাজমুল ইসলাম, দফতর সম্পাদক দামুড়হুদার জয়রামপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি এনামুল হক, প্রচার সম্পাদক জীবননগর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী আল আমিনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গার কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি এনামুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজু আহমেদ।