স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুর ঈদগাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খালিদ (১৭) ও তার তিন বন্ধু একই এলাকার অনিক (১৭) ও শহরতলীর দৌলাতদিয়াড়ের বিশাল (১৮), চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ার সুলতানের ছেলে বিজয় (২০), জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদী বসতিপাড়ার মৃত রাঙার ছেলে ইজিবাইক চালক লাল্টু (২৫) এবং দর্শনা ছয়ঘরিয়ার বাগানপাড়ার মামুনের শিশুকন্যা মীম (৪)। আহতদের গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে জাফরপুরের খালিদ তার তিন বন্ধু বিশাল ও অনিককে সাথে নিয়ে মোটরসাইকেলে চড়ে চুয়াডাঙ্গা শহর থেকে জাফরপুর ফিরছিলো। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মুন্নারমোড় নামকস্থানে পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে আহত হয়। এদিকে চুয়াডাঙ্গা সুমিরদিয়ার বিজয় গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে থেকে কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নতুন বাজারে পৌঁছুলে একটি ছাগলের সাথে ধাক্কা লেগে আহত হয়। অপর ঘটনায়, হানুরবাড়াদীর লাল্টু গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহে যাত্রী নামিয়ে চুয়াডাঙ্গা ফিরছিলো। পথিমধ্যে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকসহ অন্যরা বলেছেন, লাল্টু মদ্যপ অবস্থায় ইজিবাইক চালাচ্ছিলো। অন্য এক দুর্ঘটনায় দর্শনা ছয়ঘরিয়ার মীম দাদির সাথে তার ফুপুর বাড়ি বাস্তুপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মীম তার ফুপুর বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সেটি পারদামুড়হুদার কাঠব্যবসায়ী শফিকুল বলে জানা গেছে। স্থানীয় ও পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। গতকাল আশঙ্কাজনক অবস্থায় মীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।