আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ, সুন্দর আগামীর জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ একদিন পৌঁছে যাবে, উন্নয়নের সর্বোচ্চ শিখরে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। দেশের জনগণ এখন উন্নয়ন চায় শান্তি চায়। দেশের বর্তমান এ শান্তি বজায় রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, মাহাতাব উদ্দিন, আলাউদ্দিন, ওমর ফারুক, আব্দুল মালেক, আতিকুর বিশ্বাস, আমিরুল হক, আজাদুল ইসলাম টনিক, জিকু, আরিফ, এজেড তুষার, রাশেদ, গোলজার হোসেন, ফারুখ, মেহেদী হাসান, শুভ, মানিক, রিয়াদ, রুবেল, তুহিন, জাহাঙ্গীর, সুমন, এমএ গালিব, রিজিক, মধু বিশ্বাস, হান্নান মোল্লা, সানোয়ার প্রমুখ।

Leave a comment