মুজিবনগরে পায়ে হেঁটে কাঁচা রাস্তা-ঘাট পরিদর্শনকালে ফরহাদ হোসেন দোদুল এমপি
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, মেহেরপুর জেলার প্রতিটি গ্রামে কোনো কাঁচা রাস্তা থাকবে না, এ পদ্মবিলের দু’পাশে পিচঢালা পথ করা হবে, এ পদ্মবিলকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ে তোলা হবে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকা- তুলে ধরে তিনি আরও বলেন, দেশ আজ নি¤œমধ্যম আয়ের দেশের কাতারে। ২০২১ ও ২০৪১ সালের ভিশন-মিশন নিয়ে কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের পদ্মবিলে দু’পাশে পায়ে হেঁটে কাঁচা রাস্তা-ঘাট পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জালাল উদ্দীন, ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা, ওয়ার্ড আ.লীগের সভাপতি উলফাত শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন, বেলাল হোসেন বিপ্লব প্রমুখ