মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গত ১মাসে ৭টি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে। সরকারি আইন উপেক্ষিত হলেও দেখার কেউ নেই।
মহেশপুরে মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইন সূত্রে প্রকাশ গত ডিসেম্বর মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ৭টি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে। সরকারি আইন উপেক্ষিত হলেও দেখার কেউ নেই। বাল্যবিবাহের শিকার অধিকাংশ স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীর অভিভাবকরা কৌশলে এবং গোপনে এদেরকে রেজিস্ট্রেশন বিহীন বিয়ে দিচ্ছে আবার কখনও নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে দেয়া হচ্ছে। বাল্যবিয়ের শিকার ছাত্র-ছাত্রী হলো। মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নওশের আলীর মেয়ে কিয়া খাতুন (১৫), একই উপজেলার ফতেপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে সুমাইয়া (১৪), নেপা গ্রামের ইজাজুলের মেয়ে তানিয়া (১৪) , পুরন্দপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে রাসেল (১৯), বেড়ের মাঠের মুজিবারের মেয়ে মিনারা (১৫) , কাঞ্চনপুর গ্রামে সেলিমের মেয়ে ময়না (১৬) ও বুইচিতলা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী সাগরিকাকে বাল্যবিবাহ দেয়া হয়েছে। এ বিষয়ে মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনের প্রাপ্ত তথ্যগুলো সরকারের বিভিন্ন দফতরে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।