কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কেটে শাহাজাহান আলী (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। গত বুধবার রাত ৮টায় ভেড়ামারার উত্তর রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
শাহাজাহান আলী ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চক ভেড়ামারা গ্রামের মৃত দয়াল আলীর ছেলে। ভেড়ামারা রেল স্টেশনের মাস্টার শামসুল হক জানান, রাত ৮টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনটি ওই স্থানে পৌঁছুলে ট্রেনের সাথে ধাক্কা লেগে শাহাজাহান আলীর দু’পা কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।