দামুড়হুদার রামনগরে কুকুরছানার ডাক নিয়ে কৌতুহল

উৎসুক জনতার ভিড় : চাল-ডাল তুলে আজ সিন্নির উদ্যোগ
বখতিয়ার হোসেন বকুল/শরিফুল ইসলাম: দামুড়হুদার কলাবাড়ি রামনগরের হঠাৎপাড়ায় সদ্য জন্ম নেয়া দুটি কুকুরছানার ডাক নিয়ে কৌতুহল দানা বেঁধেছে। উৎসুক জনতার ভিড়ই শুধু জমছে না, সিন্নি সালাতের আয়োজনও করা হচ্ছে পুরোদমে। যদিও কুকুরছানা দু’টির ডাক শ্বাস কষ্টের কুকানি বলে কেউ কেউ দাবি করলেও সরলসোজা সাধারণ মানুষের দাবি, শব্দটা জিকিরের মতোই শোনাচ্ছে। মনে হচ্ছে আল্লাহ আল্লাহ বলে জিকির করছে। এ দৃশ্য ভিডিও করে উৎসুক অনেকেই ফেসবুকে ছেড়েছেন, যা গতকাল বৃহস্পতিবার থেকে ভাইরাল হতে শুরু করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর গ্রামের হঠাৎপাড়ার মৃত কাতু ম-লের ছেলে শাহজাহান আলীর বাড়ি গত শনিবার একটি মাদি কুকুর ৩টি বাচ্চার জন্ম দেয়। সদ্য ভূমিষ্ঠ ৩টি বাচ্চার মধ্যে ২টি মদ্দা এবং একটি মাদি । মদ্দা বাচ্চা দু’টির গায়ের রঙ একই ধরনের। জন্মের ৫ দিনের মাথায় অর্থাৎ গত বুধবার বিকেল থেকে ওই মদ্দা বাচ্চা দুৎটি অনবরত শব্দ করতে শুরু করেছে। তীব্র শীতে শ্বাস-প্রশ্বাসে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে হচ্ছে বলে কেউ কেউ দাবি করলেও গতকাল বৃহস্পতিবার বেড়া বাড়ার সাথে সাথে প্রচার শুরু হয়, কুকুর ছানায় আল্লাহ-আল্লাহ শব্দ করছে। এরপর থেকেই এলাকার শ’শ’ নারী-পুরুষ শিশু কিশোর ভিড় জমাতে শুরু করে। মানুষের ভিড়ে মাদি কুকুরটি ভয়ে বাচ্চাদের দুধ দেয়া বন্ধ করে দেয়। পরে ক্ষুধার্ত ওই কুকুরের বাচ্চা দু’টিকে স্থানীয় লোকজন বোতলে করে কয়েক দফা দুধ পান করিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী বাড়ি বাড়ি থেকে নগদ টাকাসহ চাল-ডাল তুলতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ১০টায় সিন্নি দেয়া হবে বলে এলাকাবাসী জানিয়েছেন।