ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারও ঝিনাইদহ লেডিস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ কম্বল বিতরণ করা হয়। এসময় লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী দিলরুবা করিম, সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার পতœী শাহরিনা আক্তার, সেলিনা রহমান মিনা, নমিতা ভৌমিক, রাশেদা খানম প্রমুখ। পরে ২ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ঝিনাইদহে বেকার সমস্যা দূর করতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সরকার
ঝিনাইদহ প্রতিনিধি: দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী বেকার যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৭টি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। উপরন্তু ৪ মাস মেয়াদী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দৈনিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) আয়োজিত জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালা থেকে জানানো হয়, ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে ৭০ ভাগ চাকরির সুযোগ রাখা হয়েছে। কর্মশালা থেকে আরও জানানো হয়, তৈরি পোশাক ও টেক্সটাইল, নির্মাণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া পাদুকা, নার্সিং অ্যান্ড হেলথ টেকনোলজি, ওয়েব ডিজাইন, আউটসোসিংসহ ৩৭টি বিষয়ে বেকার যুবক-যুবতিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগ্রহী বেকার যুবক-যুবতিরা দেশের বিভিন্ন জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ৪ মাস মেয়াদী এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামানের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী’র পরিচালনায় সেইপ’র কনসালটেন্ট এম সাখাওয়াত হোসেন, এসএমও খুরশিদ আলম, ঝিনাইদহ টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলী, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।