ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ১ (১, ২ ও ৩) নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মাইক মার্কা নিয়ে বেসরকারি ফলাফলে লাকি খাতুন ২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান । ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৫ হাজার ৬৪৮ ভোটারের মধ্যে ৩ হাজার ৬৬৪ ভোট পোল হয়। শতকরা ৬৪.৮৭ ভাগ ভোট পোল হয়। হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলোর কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি শাদা পোশাকধারী পুলিশ ছিলো। তাছাড়া একটি মোবাইল কোর্ট সর্বদা কেন্দ্রগুলোতে অবস্থান করেছিলো। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন। সর্বচ্চ ২ হাজার ১০ ভোট পেয়ে লাকি খাতুন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজিলা বেগম পেয়েছেন ১ হাজার ৫৮১ ভোট। লাকি খাতুন ৪২৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগণনার পরপরই ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার লাকি খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ডবাসী। উল্লেখ্য, গত ৭ আগষ্ট ২০১৭ তারিখে পোড়াহাটি ইউনিয়নের ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের একজন মহিলা সদস্যের মৃত্যুতে আসন শূন্য হয়।