ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ৩নং দিকনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হাসিব (১০) নামের এক শিশুকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ৩নং দিকনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা হেলাল শেখের ছোট ভাই ১০ বছরের শিশু হাসিবকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আছাড় মেরে, গলাটিপে, লাথি, কিলঘুষি মেরে গুরুতর আহত করেছে। জেলা যুবলীগ নেতা হেলাল শেখের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব সংক্রান্তে পূর্ব শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে গত ২৫ ডিসেম্বর সোমবার দুপুর আনুমানিক ২টা৪৫ মিনিটের দিকে জেলা যুবলীগ নেতা হেলাল শেখের বাড়িতে ঢুকে তাকে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিজবাড়ির উঠোনে প্রকাশ্যে দিবালোকে ৫-৬ জন দুর্বৃত্তরা এই বর্বরতা চালায়। হাসিবকে হত্যার চেষ্টায় লাথি, কিলঘুষি, গলাটিপে ও আছাড় মারায় সাথে সাথে হাসিব মাঠিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসিবকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শিশু হাসিব সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।