মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সার্বিক কর্মের মূল্যায়নে ৬জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের উদ্যোগে এবং তার সভাপতিত্বে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজিনা খাতুন, জেলা পরিষদ সদস্য শেখ হাশেম আলী, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম প্রমুখ। সভায় কর্মের স্বীকৃতিস্বরুপ সমবায় অফিসের আব্দুল মোমিন, কৃষি অফিসের সামছুদ্দিন আহম্মেদ, খাদ্য অফিসের কাওছার আলী, এলজিইডি অফিসের সহিদুল ইসলাম, ইউএনও অফিসের আবু বক্কর সিদ্দিক, শিক্ষা অফিসের আনিচুর রহমানকে এ ক্রেস্ট প্রদান করা হয়।